প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বঙ্গবন্ধু টি-২০ কাপে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি। দলের পঞ্চম ম্যাচে ব্যাট করার সময় ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।
বুধবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয় তামিমের ফরচুন বরিশাল। টস জিতে ঢাকা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে যথারীতি দলের ইনিংসের সূচনা করতে ক্রিজে নামেন তামিম। সঙ্গী হিসেবে অপরপ্রান্তে ছিলেন সাইফ হাসান।
তামিম যখন নামেন তখন তার নামের পাশে ছিল ৫৯৭৩ রান। ইনিংসের ১১তম ওভারের ৫ম বলে ঢাকার স্পিনার নাসুম আহমেদকে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত টাইগার ওপেনারের ব্যাট থেকে আসে ৩১ রান।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-২০ ফরম্যাটে তামিমই সর্বোচ্চ রান সংগ্রাহক। অবশ্য এই ফরম্যাটে তার চেয়ে বেশি রান আছে বিশ্বের ৩৮ জন ক্রিকেটারের। অর্থাৎ ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৩৯তম ক্রিকেটার তামিম। - ডেইলি বাংলাদেশ