২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে নয় অন্য দেশে!

ক্রিকেট দুনিয়া December 1, 2020 1,384
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে নয় অন্য দেশে!

২০২১ সালের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। কিন্তু এ নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা আছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও ওয়াসিম খান।


একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারতে ক’রোনা পরিস্থিতির জন্য বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা আছে। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বলে তিনি দাবি করেন।


যখন তাঁকে বলা হয় যে বিশ্বকাপের আগে তো ভারতে ইংল্যান্ড আসবে, আইপিএল হবে, তখন ওয়াসিম খান বলেন যে এপ্রিলের আগে নিশ্চিত করে বলা সম্ভব


এদিকে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা পাওয়ার বিষয়ে লিখিত প্রতিশ্রুতির দাবি করেছেন তাঁরা বলে জানিয়েছে সিইও। ক’রোনাকালে পিছিয়ে যাওয়া এশিয়া কাপ আগামী জুনে শ্রীলঙ্কায় হবে বলে তিনি জানান।


পিসিবি সিইও জানান যে বহুদেশীয় টুর্নামেন্টে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, সেটা দেখার দায়িত্ব আইসিসি-র। ভবিষ্যতে ভারত-পাকিস্তান ফের ক্রিকেট খেলা শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


প্রসঙ্গত ২০২০ সালে অস্ট্রেলিয়ায় এবং ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। করোনার কারণে ২০২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। যা হবে ২০২২ সালে, অস্ট্রেলিয়ায়। আর ২০২১ বিশ্বকাপ ভারতেই হওয়ার কথা। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হবে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪