বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখনো হার এড়াতে পারেননি বেক্সিমকো ঢাকা। টানা তিন ম্যাচ হেরে সেরা চারে খেলা নিয়ে জেগেছে শঙ্কা। তবে এখনো সুযোগ হাতছাড়া হয়নি। লিগ পর্বের আরও ৫টি ম্যাচ রয়েছে তাদের। তবে বড় কথা হচ্ছে হারের বৃত্ত ভেঙে জয়ে ফিরতে হবে মুশফিকের নেতৃত্বাধীন দলকে।
মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে পরাজয়ের পর গতকাল জেমকন খুলনার কাছে হেরেছে তারুণ্য নির্ভর করা দল। আর দলটির অধিনায়ক মুশফিক মনে করেন, তরুণরা দ্রুত না শিখলে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করতে হবে।
গতকাল ম্যাচ শেষে আলাপকালে মুশফিক বলেন, “এটা তরুণ একটা দল, তারা শিখবে। আশা করি দ্রুতই শিখবে। অন্যথায় এরকম হলে আমাদের টেবিলের তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করতে হবে।”
ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ মুশফিক। দ্রুত রানে ফেরার আহ্বান জানিয়ে মুশি আরও বলেন, “ব্যাটসম্যানদের দায়িত্বশীল হতে হবে। মনে রাখতে হবে এটা টি-টোয়েন্টি ফরম্যাট এবং প্রতি ওভারে সাড়ে সাত রান করে নিতে হবে। দ্রুত এসব থেকে শিখতে না পারলে আমাদের এর মূল্য দিতে হবে।”
সূত্রঃ স্পোর্টসজোন২৪