বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স সাকিবের

ক্রিকেট দুনিয়া December 1, 2020 818
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স সাকিবের

প্রত্যাবর্তনের পর ব্যাট হাতে রানে ফিরতে সংগ্রাম করতে হচ্ছে সাকিব আল হাসানকে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা চার ম্যাচে বড় রান করতে ব্যর্থ হলেন জেমকন খুলনার হয়ে খেলা এই অলরাউন্ডার। তবে বল হাতে নিয়মিত আলো কাড়ছেন সাকিব।


সোমবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ওপেন করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই বাহাতি স্পিনার। পাওয়ারপ্লের তৃতীয় ওভারে বল হাতে এসেই উইকেট নেন সাকিব। ঢাকার ওপেনার নাইম শেখকে বোল্ড করে ফেরত পাঠান। সেই সাথে মেডেন দেন সেই ওভার।


এরপর নিজের দ্বিতীয় ওভারেই দুর্দান্ত বোলিং করেন সাকিব। কোন উইকেট না পেলেও কোন রানও দেননি সেই ওভারে। পরবর্তীতে নিজেতে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে বাকি দুই ওভার করেন সাকিব। সেই দুই ওভারে দেন ৮ রান। পাননি কোন উইকেট।


সবমিলিয়ে ৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেটে বোলিং শেষ করেন সাকিব। দেননি কোন বাউন্ডারি। ২৪ বলের মধ্যে ডট দিয়েছেন ১৬ বল। এর আগে ব্যাট হাতে ওপেন করতে নেমে ৯ বলে ২ চারে ১১ রানে আউট হয়ে গেছেন সাকিব। তাতে চার ম্যাচে তার রান হলো মাত্র ৪১ (১৫, ১২, ৩, ১১)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪