উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয়ে সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। আর আজ বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ শেষ হলো মাত্র ২.২ ওভারেই। বে ওভাল, মাউনগানুইতে আজকের ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড দলে ছিলেন না আগের দুই ম্যাচের অধিনায়ক টিম সাউদি।
নতুন অধিনায়ক স্পিনার মিচেল স্যান্টনার এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাত্র ১৪ (২.২ ওভার) বল হবার পর ম্যাচে হানা দেয় বৃষ্টি। এই সময় সফরকারী উইন্ডিজ ১ উইকেট হারিয়ে ২৫ রান করে।
পরে বৃষ্টি আর না থামলে ম্যাচ রেফারি ম্যাচট পরিত্যক্ত ঘোষণা করেন। আর তাতেই ২-০ তে সিরিজ জিতে নেয় স্বাভাবিকরা। সিরিজ সেরা নির্বাচিত হন লুকি ফার্গুসন।
উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেট আর দ্বিতীয় ম্যাচে ৭২ রানে জয় পায় নিউজিল্যান্ড। আগামী ৩ ডিসেম্বর দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪