বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন মুমিনুল

ক্রিকেট দুনিয়া November 29, 2020 1,530
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন মুমিনুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক খেলছিলেন গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে। কিন্তু আঙুলের ইনজুরিতে পড়ে দুঃসংবাদ পেলেন মুমিনুল। চার-ছক্কার এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।


শনিবার খুলনার বিপক্ষে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে আঘাত পান মুমিনুল। এতে তার আঙুলের হাড়ে চিড় ধরেছে। তবে তিনি ব্যাট করার সময় ব্যথা পাননি। পরবর্তীতে জানা যায় দীর্ঘদিন মাঠের বাহিরে থাকতে হবে দেশ সেরা এই টেস্ট ব্যাটসম্যানকে।


এ বিষয়ে গণমাধ্যমকে মুমিনুল জানান, “আমার ডান হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে। ফিল্ডিং করার সময় আঘাত লেগেছিল। এক্সরে করানো হয়েছে। এখনো কিছু বলতে পারছি না কী হবে।”


এছাড়া দলটির ফিজিও মোহাম্মদ এনামুল হক বলেন, “মুমিনুলের ডান হাতের আঙুলে চিড় ধরেছে। সার্জারি লাগতে পারে, কিংবা প্লাস্টার করা হতে পারে। তবে আঘাতের যে ধরন তাতে এই আসরে আর খেলা হচ্ছে না তার। আমরা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪