এলপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন রাসেল

ক্রিকেট দুনিয়া November 29, 2020 795
এলপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন রাসেল

লংকা প্রিমিয়ার লিগ এলপিএলের চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ১৪ বলে ফিফটি হাঁকালেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব আন্দ্রে রাসেল। যেকোন ক্রিকেট ইতিহাসে যা পঞ্চম দ্রুততম ফিফটির রেকর্ড। এবং শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে দ্রুততম( শ্রীলঙ্কার মাটিতে প্রথম ২০ বলের নিচে কেউ ফিফটি করলেন)।


রাসেল এদিন মাত্র ১৪ বলে ৩ ছক্কা ও ৮ চারে ঝড়ো ফিফটি হাঁকান। আমিরের করা প্রথম ওভারেই রাসেল ২৬ রান নেন রাসেল। ৫ ওভারের এই ম্যাচে রাসেল শেষ পর্যন্ত ১৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। আর তার দল ৫ ওভারে করে ৯৬ রান।


রাসেল ৫ ছক্কা ও ৯ টি বাউন্ডারি হাঁকান। এছাড়া লরি ইভান্স ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন। উল্লেখ্য, টি-টোয়েন্টিতে দ্রুততম মাত্র ১২ বলে ফিফটি হাকানোর রেকর্ড আছে যুবরাজ, গেইল ও হয়রতুল্লাহ জাজাই এর। - স্পোর্টসজোন২৪