বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জেমকন খুলনা। এই দিন অনামুল হক বিজয়ের সাথে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসান।
ইনিংসের প্রথম ওভারে প্রথম পাঁচ বলে ছয় রান নেন আনামুল হক বিজয়। কিন্তু সেই ওভারের শেষ বলে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আনামুল হক বিজয়। দলীয় ২৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় জেমকন খুলনা।
ওপেনিংয়ে নাম সাকিব আল হাসান ৭ বলে ৩ রান করে নাহিদুল ইসলাম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। ওই ওভারে এক রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে ৮ উইকেটে ৮২ রান সংগ্রহ করেছে খুলনা। আরিফুল হক ১৪ রান করে অপরাজিত রয়েছেন।