আইপিএলে ব্যাটিং ঝড়ের ধারাবাহিকতা অকল্যান্ডেও বজায় রাখলেন কাইরণ পোলার্ড৷ প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ১৬ ওভারের ম্যাচে ১৮০ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।
অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দুই ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিং ও আন্দ্রে ফ্লেচার। ৩ ওভারেই ৫৫ রান যোগ করেন তারা। কিন্তু চতুর্থ ওভারে এসে ধ্বস নামান ফার্গুসন। বোল্ট-ফার্গুসন তোপে ৫৮ রানে ০ উইকেট থেকে ৫৮/৪ উইকেটে পরিণত হয় উইন্ডিজ।
এরপর ব্যাটিংয়ে নেমে চাপ সামলে দলকে একাই টেনে নিয়ে যান পোলার্ড। ফাবিয়ান এলেনকে নিয়ে জুটি গড়ে সাবধানী ব্যাটিংয়ে ধিরে ধিরে এগুতে থাকেন। কিন্তু শেষ দিকে গিয়ে আক্রমনাত্নক হয়ে উঠেন পোলার্ড।
১৭ বলে ২২ রান থেকে পরের ১৩ বলে ২৮ রান নিয়ে ৩০ বলে ফিফটি তুলে নেন। পরের ৭ বলে নেন আরো ২৫ রান। সব মিলিয়ে ৩৭ বলে ৪ বাউন্ডারি ও ৮ ছক্কায় ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্যারিবিয়ান অধিনায়ক। যা টি-টোয়েন্টিতে পোলার্ডের ক্যারিয়ার সেরা ইনিংস। তার আগের সর্বোচ্চ ছিল ৬৮ রান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪