আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রাথমিকভাবে এ সফরে ছিল পাঁচটি টেস্ট ম্যাচ। তবে সেটি এখন কমিয়ে আনা হয়েছে চার ম্যাচে। এর বদলে যোগ করা হয়েছে বাড়তি দুইটি টি-টোয়েন্টি ম্যাচ।
মঙ্গলবার সূচির এই পরিবর্তন নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। মূলত আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে করা হয়েছে এই পরিবর্তন। যার ফলে এখন পূর্ণাঙ্গ সিরিজটিতে থাকছে চার টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ।
তবে এ সিরিজটি ছিল মূলত চলতি বছরের সেপ্টেম্বরে। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবর-নভেম্বরে হতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অনিশ্চয়তার কারণে বাতিল করা হয় ইংল্যান্ডের সেই সফর।
সূত্রঃ দেশ টিভি অনলাইন