আজ থেকে শুরু হচ্ছে চার-ছক্কার জমজমাট আসর। আর প্রথমবারের মতো হওয়া এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। পাঁচ দলের এই টুর্নামেন্টে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের পর নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট।
গ্রুপ পর্বে একদিন পর পর রাখা হয়েছে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। শেষ হবে ৪টা ৫০ মিনিটে। এরপর দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৬টা ৩০ মিনিটে। শেষ হবে ৯টা ৫০ মিনিটে। তবে শুক্রবারের ম্যাচ ২টায় শুরু হয়ে শেষ হবে ৫টা ২০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। শেষ হবে ১০টা ২০ মিনিটে। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চলুন দেখে নেয়া যাক বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি-
সূত্রঃ নিউজ২৪বিডি