বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে পাঁচ দলের ক্রিকেটাররা। অন্যান্য ক্রিকেটারের মত এদিন অনুশীলন করতে মাঠে এসেছিল মিনিস্টার গ্রুপ রাজশাহীর ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। আর এসেই বড় বিপদের সম্মুখীন এই টাইগার অলরাউন্ডার।
অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন সাইফউদ্দিন। আজ রোববার মিরপুর একাডেমি গ্রাউন্ডে ওয়ার্ম আপের সময় চোট পান তিনি। চোট এতটাই গুরুতর যে তাকে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়। তবে স্ক্যান করে পরবর্তী অবস্থা জানা যাবে।
এ বিষয়ে দলটির আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল জানান, “আপডেটটা তো আমিও জানি না। আমরাও ক্লিয়ার না। হালকা ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পরে এঙ্কেলে লেগেছে।”
মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড: মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।
সূত্রঃ স্পোর্টসজোন২৪