অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পাওয়ায় এখন সিডনিতে জাতীয় দলের সঙ্গে কোয়ারান্টাইনে রয়েছেন তরুণ পেসার মোহাম্মদ সিরাজ। তার মাঝেই ঘোর দুঃসংবাদ পেয়েছেন তিনি। শুক্রবার সিরাজের বাবা মারা গিয়েছেন।
যদিও নবাগত পেসার জাতীয় দল ছেড়ে দেশে ফেরেননি। মৃ’ত পিতার জানাযায় উপস্থিত থাকতে পারেননি তিনি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য সিরাজের এমন মানসিক দৃঢ়তার প্রশংসা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙুলি। তিনি সোশ্যাল মিডিয়ায় তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়ান। সেই সঙ্গে আসন্ন সিরিজে তাঁর সাফল্য কামনাও করেন বিসিসিআই বস।
টুইটারে সৌরভ লেখেন, ‘এমন বিচ্ছেদ বেদনা কাটিয়ে ওঠার মতো শক্তি পাক মোহম্মদ সিরাজ। সফরে ওর জন্য অনেক সাফল্য কামনা করি। অত্যন্ত দৃঢ় চরিত্র।’
উল্লেখ্য, বাবার মৃ’ত্যর খবর জানার পর সিরাজ বলেন, ‘জীবনের সবথেকে বড় সমর্থক হারালাম। বাবা সবসময় বলত, দেশের নাম উজ্জ্বল করিস। আমি সেটাই করার চেষ্টা করব।’
মোহম্মদ সিরাজ জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১টি ওয়ান ডে ও ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগে অনবদ্য ফর্মে ছিলেন তিনি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪