হঠাৎ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। এতদিন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে বিশ্রামে ছিলেন তিনি।
মাশরাফির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চোটমুক্ত হয়েছেন টাইগার সাবেক অধিনায়ক। বাসায় জিম করে ফিটনেস অনুশীলনও শুরু করে দিয়েছেন। ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি।
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে উপলক্ষ করেই কি মাশরাফি নিজেকে ফিরে পেতে চাইছেন? ক্রিকেটপ্রেমীদের এমন প্রশ্ন থাকতেই পারে।
যদিও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফির। পাঁচ দলের কোনোটির চূড়ান্ত স্কোয়াডে নেই তার নাম। কেননা এই টুর্নামেন্ট সামনে রেখে বিসিবির তত্ত্বাবধানে নেয়া ১৫৭ ক্রিকেটারের ফিটনেস টেস্টেও ছিলেন না তিনি।
এর পরও ১২ নভেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে প্লেয়ার্স ড্রাফটে মাশরাফিকে উন্মুক্ত খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ ফিটনেস ফিরে পেলেই তাকে নিতে পারবে যে কোনো দল। লটারির মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ হবে।
সূত্রঃ যুগান্তর অনলাইন