পাঁচ দলের অংশগ্রহণে নভেম্বরের ২৪ তারিখ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। আসন্ন এই টুর্নামেন্টে জন্য ৮ সদস্যে ধারাভাষ্যকার প্যানেল সাজানো হয়েছে। ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসের শীর্ষস্থানীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ধারাভাষ্যকারদের মধ্যে আছেন ৩ জন বিদেশি। এরা হলেন আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার নায়াল ও’ব্রায়ান, জিম্বাবুয়ের এডওয়ার্ড রেন্সফোর্ড এবং ভারতের আনজুম চোপড়া।
দেশিদের মধ্যে ধারাভাষ্যে থাকছেন ৫ জন। চিরপরিচিত কণ্ঠ আতাহার আলী খান ও শামিম চৌধুরী ছাড়াও আছেন শাহরিয়ার নাফিস, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দিন অমি। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত এই ৮জনই থাকবেন ধারাভাষ্যে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ওপেন বিডিংয়ের মাধ্যমে মিডিয়া স্বত্ব পেয়েছিল দেশর নতুন ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। টিভি সম্প্রচার থেকে শুরু করে ডিটিএইচ এবং ওটিটিতেও থাকছে এই প্রতিষ্ঠানটি। - আমাদের সময়