বাংলাদেশে এসে কোয়ারেন্টিনে থাকতে হবে না ওয়েস্ট ইন্ডিজকে!

ক্রিকেট দুনিয়া November 19, 2020 510
বাংলাদেশে এসে কোয়ারেন্টিনে থাকতে হবে না ওয়েস্ট ইন্ডিজকে!

সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০২১ সালের ৭ জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বোর্ডের মধ্যে আলাপ-আলোচনা শেষে নিশ্চিত হয়েছে সিরিজ শুরু হওয়ার দিনক্ষণ।


এদিকে বাংলাদেশে এসে কোয়ারেন্টিনে না থাকার আভাস দিয়েছে বিসিবি। তবে করতে হবে করোনা টেস্ট। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, “আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে- যে বিদেশি খেলোয়াড় বা কোচ যারা আসেন তারা করোনা টেস্টে নেগেটিভ হলে তাদের সার্ভিসের জন্য উন্মুক্ত হবেন (কোয়ারেন্টিন থাকতে হবে না)। এভাবেই সরকারের সাথে আমাদের কথা হচ্ছে।”


আসন্ন এই সফরে তিনটি করে টেস্ট, ওয়ানডে ও ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারা চাইছে একটি টেস্ট ম্যাচ খেলতে। যদিও এ ব্যাপারে এখনও দুই বোর্ড সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।



এ বিষয়ে তিনি বলেন বলেন, “ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বাংলাদেশ সফর আছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। সেটা নিয়ে আমরা কাজ করছি। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। আমাদের কাছে ওয়েস্ট ইন্ডজ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে, বায়োবাবলের সময়টা যেহেতু একটু চ্যালেঞ্জিং তাই সফরের ব্যাপ্তি একটু কমিয়ে আনা যায় কি না। সেক্ষেত্রে সুযোগ হল একটি টেস্ট কমিয়ে যদি সিরিজকে ছোট করা যায়। এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪