পিএসএল শেষে দেশে ফিরলেন তামিম

খেলাধুলার বিবিধ November 19, 2020 733
পিএসএল শেষে দেশে ফিরলেন তামিম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফাইনাল শেষে দেশে ফিরলেন এ বাঁহাতি ওপেনার।


বুধবার রাত ১১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে করে করাচি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি। টুর্নামেন্টের ফাইনালে করাচি কিংসের কাছে হেরে রানারআপ হয়েছেন তামিমরা।


প্লে অফ পর্বে দুই ম্যাচ ও ফাইনাল ম্যাচে খেলেছেন এই বাহাঁতি। তিন ম্যাচে মোট ৮৩ রান এসেছে বাংলাদেশের সেরা ওপেনারের ব্যাট থেকে।


প্রথম এলিমিনেটরে তামিম করেছিলেন ১০ বলে ১৮ রান আর দ্বিতীয় এলিমিনেটরে করেন ২০ বলে ৩০ রান। ফাইনালে তামিমের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৫, যা দলের পক্ষে সর্বোচ্চ।


প্লে অফে খেলার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদেরও। কিন্তু ওই সময়ে করোনা আক্রান্ত হওয়ায় ছিটকে যান তিনি। - ডেইলি বাংলাদেশ