দেখে নিন পিএসএলের ফাইনালে শেষে কে কি পুরষ্কার পেলেন

ক্রিকেট দুনিয়া November 18, 2020 996
দেখে নিন পিএসএলের ফাইনালে শেষে কে কি পুরষ্কার পেলেন

মঙ্গলবার (১৭ নভেম্বর) পর্দা নেমেছে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এর পঞ্চম আসরের। লাহোর কালান্দার্সকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জয়ের আনন্দে মেতেছে করাচি কিংস।


করাচি কিংসকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল পাকিস্তানের দলপতি বাবর আজমের। ফাইনালে ৪৯ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গত কারণেই ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার জেতেন তিনিই।


টুর্নামেন্ট জুড়ে ফর্মে থাকা বাবর আজম করেছেন মোট ৪৭৩ রান। ১২ ম্যাচের ১১ ইনিংসে ব্যাট করা বাবর ৫৯.১২ গড়ে রান করেছেন ১২৪.১৪ স্ট্রাইক রেটে। ৫ টি ফিফটি করা বাবর আজম টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, জিতেছেন টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যানের পুরস্কার।


টুর্নামেন্ট জুড়ে ৩ বার ম্যাচসেরার পুরস্কার জেতা বাবর আজম জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। এর আগে করাচি কিংসের হয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন কেবল রবি বোপারা (২০১৬ সালে)।


রানার আপ লাহোর কালান্দার্সের শাহীন শাহ আফ্রিদি ১২ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক শাহীন শাহ পেয়েছেন টুর্নামেন্ট সেরা বোলারের পুরস্কার। শাহীন ওভারপ্রতি রান দিয়েছেন ৭.১১, উইকেট নিয়েছেন ১৯.৫২ গড়ে, স্ট্রাইক রেট ১৬.৪।


শাহীন শাহ আফ্রিদির সতীর্থ বেন ডাঙ্ক ৯ ডিসমিসাল নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা উইকেটরক্ষক।


টুর্নামেন্টে ১০ টি ক্যাচ নেওয়া লাহোর কালান্দার্সের ফখর জামান হয়েছেন টুর্নামেন্ট সেরা ফিল্ডার। বেশ কিছু গুরুত্বপূর্ণ রান আটকানো ফখর রান আউটেও অবদান রেখেছেন।


পেশোয়ার জালমির হয়ে খেলা হায়দার আলি পেয়েছেন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। ২০ বছর বয়সী হায়দার টুর্নামেন্টে ১৫৭.২৩ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছেন। টুর্নামেন্টের প্রথম ভাগের পারফরম্যান্স দিয়ে তিনি পাকিস্তান দলেও সুযোগ পান।


সূত্রঃ ক্রিকেট৯৭