ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া November 17, 2020 830
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

ঘরের মাঠে উইন্ডিজকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড দল। এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে কিউইরা। তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা করা হয়েছে।


নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ট্রেন্ট বোল্ট ও অধিনায়ক কেন উইলিয়ামসনকে। মূলত দীর্ঘ সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জৈব সুরক্ষা বলয়ের মাঝে ছিলেন উইলিয়ামসন-বোল্ট। নিয়মিত ম্যাচও খেলেছেন এই দু’জন।


যার জন্য তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যান্য আরও ক্রিকেটার থাকলেও, তারা নিয়মিত ম্যাচ খেলেননি। টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও, টেস্ট স্কোয়াডে রয়েছেন ব্ল্যাকক্যাপসদের এই দুই তারকা। উইলিয়ামসনের পরিবর্তে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন টিম সাউদি। – ক্রিকইনফো


উইলিয়ামসন-বোল্টের না থাকাতে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন নতুন দুই মুখ। বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে এবং ডানহাতি পেসার কাইল জেমিসন প্রথম বারের মতো ডাক পেয়েছেন দলে।


বিগ ব্যাশে খেলার চুক্তি থাকায় এই সিরিজে নেই কলিন মুনরো। যার কারণে কনওয়েকে দলে নেওয়া। টিম সাউদি ও রস টেলর দুই ম্যাচ খেলেই টেস্ট সিরিজে যোগ দেবেন। শেষ ম্যাচের জন্য যোগ দেবেন মার্ক চ্যাপম্যান, স্কট কুগলেইন ও ডগ ব্রেসওয়েল। – ক্রিকবাজ


নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড :

টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, টিম সেইফার্ট, রস টেইলর, হামিশ বেনেট, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।


নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, টম লাথাম, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, এজাজ প্যাটেল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনার ও উইল ইয়ং। -ক্রিকবাজ


সূত্রঃ আমাদের সময়