নতুন চ্যালেঞ্জে সাকিবকে হারালেন সাইফুদ্দিন

খেলাধুলার বিবিধ November 16, 2020 1,108
নতুন চ্যালেঞ্জে সাকিবকে হারালেন সাইফুদ্দিন

এক বছরের নিষেধাজ্ঞায় পড়ে গত এক বছর সাকিব ছিলেন ক্রিকেটের বাইরে। ওই এক বছরের বেশির ভাগ সময়টা অন্য সবার কেটেছে মহামারিতে বন্দিদশায়। সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে আর সতীর্থ সাইফউদ্দিন ছিলেন গ্রামের বাড়ি ফেনীতে। লক ডাউনের সেই সময়টায় হোয়াটসঅ্যাপ আড্ডায় সাকিবকে চ্যালেঞ্জ জানান সাইফউদ্দিন।


২ ওভারে ২২ রানের সেই চ্যালেঞ্জ হওয়ার কথা ছিল ১৬ নভেম্বর। তবে নির্ধারিত দিনে এই চ্যালেঞ্জটি খেলেননি তারা। সাকিব এই চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে আরেকটু সময় চেয়েছেন। তবে নতুন চ্যালেঞ্জে মুখোমুখি হয়েছিলেন তারা।


সেটা হচ্ছে ৪ বলে সাকিবকে নিতে হবে ৭ রান। কিন্তু তাতেও হেরে যান সাকিব। মাত্র ২ রান করতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর যেই চ্যালেঞ্জটা হওয়ার কথা ছিল, সেটা সামনে হবে বলে জানিয়েছেন সাইফুদ্দিন।


এ বিষয়ে সাইফউদ্দিন বলেন, আজকে আমরা ম্যাচটা (২ ওভারে ২২ রান) খেলিনি। সাকিব ভাই আরও কয়েকদিন সময় চেয়েছেন নিজেকে প্রস্তুত করার জন্য। তবে অনুশীলনের মাঝে সালাউদ্দিন (কোচ মোহাম্মদ সালাউদ্দিন) ভাইকে আম্পায়ার রেখেই সাকিব ভাইকে ৪ বলে ৭ রানের একটা টার্গেট দিয়েছিলাম।


ম্যাচটা আমি জিতেছি। এই জন্যই উদযাপন করছিলাম। সাকিব ভাই মাত্র ২ নিয়েছেন। সামনে এক সময় ম্যাচটা খেলব। - আমাদের সময়