করোনা আতঙ্কে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

খেলাধুলার বিবিধ November 16, 2020 629
করোনা আতঙ্কে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুই দলের মধ্যকার সিরিজটি। ইতোমধ্যে অস্ট্রেলিয়া উড়াল দিয়ে কোয়ারেন্টাইনে অবস্থান করছে ভারত দল। পুরো সফরে জৈব সুরক্ষা বলয়ের মাঝে থাকবে দলটি। -এসিবি


তবে এর মাঝেই করোনা আতঙ্কে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। হঠাৎ করেই করোনার প্রভাব বেড়ে গেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য আর শহরে। অ্যাডিলেড, তাসমানিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া ও উত্তরাঞ্চলে উর্ধ্বমূখী করোনা সংক্রমণ। যে কারণে স্বেচ্ছা আইসোলেশনে চলে গেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন ও অন্যান্য সদস্যরা। -দ্যা টাইমস্


করোনা সংক্রমণে থাকা অ্যাডিলেডেই আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। যেখানে গোলাপি বলে দিবা-রাত্রি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই টেস্ট দিয়েই চার ম্যাচের সিরিজটির শুরু হবে। অ্যাডিলেডে এই ম্যাচটি হওয়া নিয়ে তাই শঙ্কা তৈরি হয়েছে।


তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ’র এক মুখপাত্র জানান, এখনই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। – ক্রিকইনফো/আমাদের সময়