করোনাভাইরাসের কারণে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। নানা সীমাবদ্ধতার মাঝে টুর্নামেন্ট মাঠে গড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। দেশটিতে প্রতিটি ম্যাচ আয়োজনের জন্য আইপিএল কর্তৃপক্ষকে ১ কোটি রুপি করে ভাড়া দিতে হয়েছে।
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল শেষ হয়েছে গত ১০ নভেম্বর। এবারের আসরের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাঙ্গালুরু মিররের প্রতিবেদন অনুযায়ী, পুরো টুর্নামেন্ট আয়োজন করার জন্য আরব আমিরাতের ক্রিকেট বোর্ডকে ১৪ মিলিয়ন ডলার দিয়েছে বিসিসিআই। ম্যাচ প্রতি যা প্রায় ১ কোটি রুপি।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ