সেলফি তুলতে যাওয়ায় ভক্তের মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়ার ঘটনা গুজব বলে দাবি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ভাষ্য অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে বলার পরও ভক্ত গা ঘেঁষে ছবি তুলতে আসলে সাকিব দূরে যেতে ইঙ্গিত করার সময় তার হাত লেগে ভক্তের হাতে থাকা মোবাইল পড়ে যায়।
গত ১২ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়- পূজা মণ্ডপের উদ্বোধন করতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে কলকাতা যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ক্রিকেটের এই রাজপুত্রকে কাছে পেয়ে এক ভক্ত তার সাথে সেলফি তুলতে গেলে সেই ভক্তের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন সাকিব।
সূত্রঃ ইত্তেফাক অনলাইন