ব্যাট হাতে নেমেই বড় ইনিংস খেললেন তামিম

ক্রিকেট দুনিয়া November 13, 2020 4,560
ব্যাট হাতে নেমেই বড় ইনিংস খেললেন তামিম

লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে ১০ নভেম্বর পাকিস্তান যান টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দুই দিনের কোয়ারেন্টাইন শেষ করে প্লে-অফের আগে আজ প্রস্তুতি ম্যাচে লাহোর কালান্দার্সের মাঠে নামেন তামিম। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেন তিনি।


প্রস্তুতি ম্যাচে মুলতান সুলতানের মুখোমুখি হয় লাহোর কালান্দার্স। করাচি জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে লাহোর। ফখর জামানের সাথে ওপেনিংয়ে নেমে দারুণ ব্যাটিং করেন তামিম।


গা গরমের ম্যাচটিতে খুব একটা ঝড়ো ব্যাটিং না করলেও বড় ইনিংস উপহার দেন টাইগার ওপেনার। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের কারণে সাবধানী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম।


৩৮ বলে ৩৭ রানের বড় ইনিংস উপহার দেন টাইগার ওয়ানডে অধিনায়ক। তামিমের পর দলের হয়ে কেবল ব্যাটিং করেছেন সামিট প্যাটেল। ৩৩ বলে ৪৯ রানের দারুণ ইনিংস উপহার দেন সামিট। এই দুজনের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে লাহোর কালান্দার্স।


জবাবে ব্যাট করতে নেমে জয় পেতে খানিকটা কষ্ট করতে হয়েঝে মুলতানকে। যদিও ৮ উইকেটে হারের শঙ্কায় পড়ে তারা। তবে ১৯ ওভারেই তারা জয় তুলে নেয় মুলতান।


মার্চে ক’রোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় পিএসএল। স্থগিত হওয়ার আগে লিগ পর্বের সব ম্যাচ শেষ হয়েছিল। বাকি ছিল প্লে-অফের লড়াই। নতুন সূচিতে ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


১৪ নভেম্বর তামিমের লাহোর প্রথম এলিমিনেটরে খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচ জিতলে ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর বাধা টপকে ফাইনালে জায়গা করতে নিতে হবে তামিমদের। অর্থাৎ একটি থেকে তিনটি ম্যাচ খেলার সুযোগ হতে পারে তামিমের। - স্পোর্টসজোন২৪