কলকাতায় কালীপূজা উদ্বোধন করলেন সাকিব আল হাসান

খেলাধুলার বিবিধ November 12, 2020 3,405
কলকাতায় কালীপূজা উদ্বোধন করলেন সাকিব আল হাসান

দুর্গাপূজার মতো একাধিক বিধিনিষেধে কালীপূজা হচ্ছে কলকাতায়। যদিও কলকাতায় কালীপূজা ১৪ নভেম্বর (শনিবার), তার আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তর কলকাতার কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


অনুষ্ঠান উদ্বোধনের আগে সাকিব বলেন, ‘কলকাতা আমার কাছে ঘরের মতো। তাই কলকাতার ডাক ফেরাতে পারি না।’


সাকিব আরও বলেন, ‘আমি ও আমরা চাই চিরকাল ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাকুক এবং আরও উন্নত হোক।’


কলকাতার কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’র মূল উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পালের পূজা নামে পরিচিত।


এবার তাদের পূজা ৫৯তম বর্ষে পদার্পণ করেছে। তবে বিধায়ক পরেশ পাল প্রতিবছর একাধিক সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন।


প্রতিবছর এই অঞ্চলে বিশাল আকারে ইলিশ উৎসব হয়। যে ইলিশ পরেশ পালের একক দায়িত্বে আসে বাংলাদেশ থেকে। এবার উৎসবে ইলিশ এসেছিল ৪শ কেজি। এছাড়া এই নেতার নেতৃত্বে গণবিয়ের আয়োজন হয় কাঁকুড়গাছিতে।


সমাজে দুস্থ ও প্রান্তিক ইচ্ছুক বিবাহযোগ্যদের একত্রিত করে নিজ খরচে তাদের বিয়ে দেওয়া হয়। সেই বিধায়ক এবার অলরাউন্ডার সাকিবকে এনে রীতিমতো চমক দিলেন কলকাতাবাসীকে।


এর আগে দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কলকাতা যান জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।


তথঃ রাইজিংবিডি ছবিঃ সময় টিভি