দেখে নিন এখন পর্যন্ত দল পাওয়া ক্রিকেটারদের তালিকা

ক্রিকেট দুনিয়া November 12, 2020 5,594
দেখে নিন এখন পর্যন্ত দল পাওয়া ক্রিকেটারদের তালিকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে ইতোমধ্যে যেখানে আলাদা ৪ টা ক্যাটাগরিতে অংশ নিয়েছেন ১৫৭ জন প্রথম সারির ক্রিকেটার। টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে ৫ টি ফ্র‍্যাঞ্চাইজি দল, বিসিবি আগেই তাদের স্পন্সর ও নাম চূড়ান্ত করে ফেলেছে।


করপোরেট ভিত্তিক দল গুলো হলো – বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। এক নজরে এখন পর্যন্ত দল পাওয়া খেলোয়াড়েরা হচ্ছেনঃ-


জেমকন খুলনাঃ

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন, হাসান মাহমুদ, শামিম পাটোয়ারি, আরিফুল হক।


ফরচুন বরিশালঃ তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ, ইরফান শুক্কুর, মেহেদী মিরাজ, আবু জায়েদ রাহি, তানভীর ইসলাম, তৌহিদ হৃদয়।


বেক্সিমকো ঢাকাঃ মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তামিম জুনিয়র, নাইম হাসান, নাইম শেখ, শাহাদাত দিপু, আকবর আলি, নাসুম আহমেদ।


মিনিস্টার গ্রুপ রাজশাহীঃ সাইফুদ্দীন, আশরাফুল, নাজমুল শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, আশরাফুল।


গাজী গ্রুপ চট্টগ্রামঃ লিটন, মুস্তাফিজ, মিথুন, সৌম্য, মোসাদ্দেক, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান,


এ ক্যাটাগরিতে থাকা ৫ ক্রিকেটারের মূল্য ১৫ লাখ টাকা, বি ক্যাটাগরিতে থাকা ২১ ক্রিকেটার পাবেন ১০ লাখ, সি ক্যাটাগরিতে থাকা ২৩ ক্রিকেটারের পারিশ্রমিক ৬ লাখ এবং ডি ক্যাটাগরিতে থাকা ১০৮ ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৪ লাখ টাকা করে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি