রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছে জেমকন খুলনা। একই দলে খেলবেন টাইগার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।
এছাড়া ‘এ’ গ্রেডে থাকা বাকি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল ফরচুন বরিশাল, মুশফিকুর রহিম বেক্সিমকো ঢাকায় ও মুস্তাফিজুর রহমান গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলবেন।
উল্লেখ্য, ড্রাফটে প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন করে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। সব মিলিয়ে সর্বোচ্চ ৮০ জন খেলোয়াড় দল পাবেন, যদিও ড্রাফটের তালিকায় আছেন ১৫৭ জন ক্রিকেটার।
সূত্রঃ স্পোর্টসজোন২৪