বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট আজ

ক্রিকেট দুনিয়া November 12, 2020 1,606
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট আজ

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আজ। ১৫৭ ক্রিকেটার নিয়ে দুপুর ১২ টায় হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠানটি হবে জমজমাট এই আসরের। তবে বিপিএলের মত কোথাও সরাসরি সম্প্রচারিত হবে না বঙ্গবন্ধু কাপের ড্রাফট। এমনকি গণমাধ্যমের উপস্থিতিও থাকবে না। তবে বিসিবি প্রতি রাউন্ডের ড্রাফট শেষে তথ্য সরবরাহ করবে।


টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচটি দল হল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। যদিও প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ ১৬ জন খেলোয়াড়কে দলভুক্ত করতে পারবে। পাঁচটি দলে স্থান পাবেন সর্বোচ্চ ৮০ জন খেলোয়াড়।


প্লেয়ার্স ড্রাফটে সর্বোচ্চ পারিশ্রমিকের ‘এ’ গ্রেডে আছেন সর্বোচ্চ ১৫ লাখ টাকা মূল্যের ৫ ক্রিকেটার। এছাড়া ‘বি; গ্রেডে ১০ লাখ, ‘সি’ গ্রেডে ৬ লাখ ও ‘ডি’ গ্রেডে ৪ লাখ টাকা মূল্যের ক্রিকেটাররা রয়েছেন। - স্পোর্টসজোন২৪