নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলবে পাকিস্তান। আর সেই সফরকে সামনে রেখে ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে নতুন চমক হিসেবে আছেন চার ক্রিকেটার।
নতুন ডাক পাওয়া চার ক্রিকেটার হচ্ছেন– আহম্মদ বাট, দানিশ আজিজ, ইমরান বাট এবং রোহেল নাজির। জিম্বাবুয়ে সিরিজের মতো এই সিরিজে ডাক পাননি অভিজ্ঞ দুই ক্রিকেটার শোয়েব মালিক এবং পেসার মোহাম্মদ আমির। এছাড়া নেই শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
এদিকে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্টেও অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দেশটির অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। আর তার নেতৃত্বাধীন দল আগামী ২৩ নভেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিবেন।
পাকিস্তানের ৩৫ সদস্যের স্কোয়াডঃ
বাবর আজম, আবিদ আলী, আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, জেসান মালিক, আজহার আলী, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলী, নাসিম শাহ, হ্যারিস সোহেল, হোসেন তালাত, ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান-(উইকেটকিপার), রোহেল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি, সাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গোহার, আহম্মদ বাট, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, সোহেল খান।
সূত্রঃ স্পোর্টসজোন২৪