পর্দা নেমেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ফাইনালে শ্রেয়াস আইয়ারের দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা জিতেছে রোহিত শর্মার মুম্বাই।
জমজমাট এই আসর শেষে টুর্নামেন্টের সেরা একদশ ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। সেই একাদশের অধিনায়ক করা হয়েছে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুলকে। দলে চার বিদেশিরা হলেন, এবি ডি ভিলিয়ার্স, রশিদ খান, জোফরা আর্চার ও কাগিসো রাবাদা।
• ক্রিকবাজের সেরা একাদশ
১) লোকেশ রাহুল (অধিনায়ক) (কিংস ইলেভেন পাঞ্জাব)
২) শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস)
৩) সূর্য কুমার যাদব (মুম্বাই ইন্ডিয়ান্স)
৪) ইশান কিশান (মুম্বাই ইন্ডিয়ান্স)
৫) এবি ডি ভিলিয়ার্স (উইকেট রক্ষক)
৬) হার্দিক পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ান্স)
৭) রাহুল তেয়াটিয়া (রাজস্থান রয়্যালস)
৮) রশিদ খান (সানরাইজার্স হায়দ্রাবাদ)
৯) জফরা আর্চার (রাজস্থান রয়্যালস)
১০) কাগিসো রাবাদা (দিল্লি ক্যাপিটালস)
১১) জসপ্রিত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স)
সূত্র: ক্রিকবাজ/ আমাদের সময়