আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টুর্নামেন্টকে সামনে রেখে ফিটনেস টেস্ট দিতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের। আর সেই টেস্টে লজ্জাজনক স্কোর করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। এমনকি সবচেয়ে কম স্কোর তোলার রেকর্ডও গড়েন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ফিটনেস টেস্টের বেঞ্চমার্ক নির্ধারণ করা হয় ১১। আর সেই টেস্টকে সামনে রেখে গতকালের মত আজও ফিটনেস টেস্ট দিতে আসেন ক্রিকেটাররা। তার মধ্যে ছিলেন নাসির হোসেনও। আর তার টেস্টের ফলাফল হচ্ছে ৮.৫ স্কোর। এমন কম স্কোর আগে কেউ করতে পারেনি দেশের ক্রিকেটে। আর তাইতো তার খেলা হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
এদিকে গতকাল অন্যদের মতো মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরাও ফিটনেস টেস্টে অংশ নেন। তাদের কোনো সমস্যা হয়নি, উতরে যান এই দুই সিনিয়র ক্রিকেটার। সেই সাথে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে আশার কথা শোনান তারা।
এছাড়া আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু গতকাল তার ফিটনেস টেস্ট দেওয়ার কথা থাকলেও আগামীকাল বুধবার তিনি অংশগ্রহণ করবেন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪