ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসরের ফাইনালে আজ মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে দু’দল।
অভিজ্ঞতায় দিল্লির চেয়ে ঢের এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে গত ১২ আসরের মধ্যে পাঁচবারই ফাইনাল খেলেছে রোহিত শর্মার দল। এর মধ্যে চারবার হয়েছে চ্যাম্পিয়ন। তাই ফাইনালে নিঃসন্দেহে অভিজ্ঞতায় এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, নিজেদের আইপিএল ইতিহাসে এবারই প্রথম ফাইনালের টিকেট পেয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে ফাইনালের পথটাও মসৃণ ছিল না। আইপিএলের দ্বিতীয় ম্যাচে যাত্রা শুরু করে দিল্লি। ওই দিন সুপার ওভারে ম্যাচ জিতে নেয় শ্রেয়াস আইরের দল। এর পরের ছয় ম্যাচের মধ্য জয় পায় পাঁচটিতে। টানা জয়ের পর ছন্দ হারায় দিল্লি। তবুও শেষ পর্যন্ত ফাইনালের টিকেট পেয়েছে শ্রেয়াসের দল।
দুই দলের সম্ভাব্য একাদশ:
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সুর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কোটলার নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরাহ।
দিল্লি ক্যাপিটালস একাদশ: শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, স্রেয়াশ আয়ার (অধিনায়ক), মার্কাস স্টোইনিজ, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, প্রাভিন দুবে, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিখ নর্টজে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪