অনেক জল্পনা-কল্পনার পর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আর জমজমাট এই টুর্নামেন্টের প্রাথমিক সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দেখা যায়, আগামী ২০ নভেম্বর শুরু হবে এই আসর এবং শেষ হবে ১৪ ডিসেম্বরের ফাইনাল ম্যাচ দিয়ে।
পাঁচ দলের এই টুর্নামেন্টটি মোট ম্যাচ হবে ২৪টি। দিনে থাকছে দুইটি করে ম্যাচ এবং একদিন খেলার পরের একদিন করে বিশ্রামও রাখা হয়েছে। গ্রুপ পর্বে আয়োজিত হবে মোট ২০টি ম্যাচ। যেখানে একে অপরের সাথে দুইটি করে মোট ৮টি ম্যাচ খেলবে। আর গ্রুপ পর্বের ম্যাচ ৮ ডিসেম্বর। দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
আর ১০ ডিসেম্বর এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার একসাথে অনুষ্ঠিত হবে। এছাড়া কোয়ালিফায়ার ম্যাচটি হবে ১২ ডিসেম্বর এবং ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর। সেই সাথে রিজার্ভ ডে হিসেবে ১৫ ডিসেম্বর রাখা হয়েছে।
এদিকে এই টুর্নামেন্টির দল তৈরিতে করা হবে প্লেয়ার ড্রাফট। প্রাথমিকভাবে ১১৩ জন আছেন এই তালিকায়। ড্রাফট উঠবে মোট ৮৫ জন ক্রিকেটারের নাম। ৫ দল মিলিয়ে সম্ভবত ৭৫ জন ক্রিকেটার দল পাবেন। তবে তার আগে ফিটনেস টেস্টে উতরাতে হবে ক্রিকেটারদের।
সূত্রঃ স্পোর্টসজোন২৪