করোনা আক্রান্ত মাহমুদউল্লাহকে বিশেষ বার্তা দিল মুলতান সুলতানস

ক্রিকেট দুনিয়া November 9, 2020 3,921
করোনা আক্রান্ত মাহমুদউল্লাহকে বিশেষ বার্তা দিল মুলতান সুলতানস

ক’রোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে রোববার (০৮ নভেম্বর) পাকিস্তানে যাওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এখন আর সেখানে যাওয়া হচ্ছে না।


পিএসএলে খেলতে পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যেই তিনি ক’রোনা পরীক্ষা করিয়েছিলেন। আর তাতেই এমন দুঃসংবাদ পান তিনি। এখন নিজের বাসাতেই আইসোলেশনে থাকবেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। আর সেইসঙ্গে তার পিএসএলে মুলতান সুলতানের হয়ে প্লে-অফে খেলার ইচ্ছে শেষ হয়ে গেল। তবে তাকে অভয় দিলেন দলটি।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মাহমুদউল্লাহকে নিয়ে মুলতান সুলতানস লিখেন, “মাহমুদউল্লাহ, দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমার এবং তোমার পরিবারের জন্য আমাদের দোয়া থাকলো। সুলতানরা, শক্ত থাকো।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪