ফিটনেস টেস্টে চমক দেখালেন ‘বুড়ো’ আশরাফুল!

ক্রিকেট দুনিয়া November 9, 2020 7,832
ফিটনেস টেস্টে চমক দেখালেন ‘বুড়ো’ আশরাফুল!

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। আজ মিরপুরের বিপ টেস্ট দিয়েছেন আশরাফুল- নাফীসরা। আর সেই টেস্টে সুখবর পেয়েছেন তারা। ফিটনেস টেস্টে উতরালেন নাফীস-আশরাফুলসহ ১৩ ক্রিকেটার।


ফিটনেস টেস্টের বেঞ্চমার্ক ১১ বেঁধে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথম দুই রাউন্ডে ফিটনেস টেস্ট দেন ১৪ ক্রিকেটার। আর তাদের মধ্যে ১৩ জনই ১১ নম্বর টপকিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য স্কোর করেছেন আশরাফুল। ৩৬ বছর বয়সেও খেলার বাহিরে থাকা আশরাফুল বিপ টেস্টে তিনি পেয়েছেন ১১.৪!


এছাড়া এ বিষয়ে নাফীস বলেন, “এই টেস্ট ক্রিকেটের জন্য ইতিবাচক। খেলোয়াড়রা ফিটনেসের ব্যাপারে সচেতন হচ্ছে। এই টেস্টে প্রমাণ হয়, যারা জাতীয় দলের বাইরে আছেন, ঘরোয়া ক্রিকেট খেলছেন, তারা এখন আরও বেশি সচেতন ফিটনেস এবং স্কিল নিয়ে।”


“আমাদের সুযোগ-সুবিধার একটু দুর্বলতা রয়েছে কিন্তু ১১ বেঞ্চমার্ক সেট করে দেওয়ার পর সবাই সচেতন হয়েছে। আমরা এতদিন ধরেই বিপ টেস্টে অভ্যস্ত। ইয়ো ইয়ো টেস্ট মানিয়ে নিতে সময় লাগবে। যে বিপ টেস্টে বেঞ্চমার্ক ছুঁতে পেরেছে, সে ইয়ো ইয়ো টেস্টেও পাশ করতে পারবে।”– যোগ করেন তিনি। - স্পোর্টসজোন২৪