বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও অংশগ্রহণকারী দলের নাম ও প্লেয়ার ড্রাফটের তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৫ দলের এই টুর্নামেন্টের ড্রাফট ১২ নভেম্বর, ড্রাফটে এ ক্যাটাগরিতে থাকা ৫ জন ক্রিকেটার সর্বোচ্চ ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেতে যাচ্ছন; সর্বনিম্ন ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৪ লাখ টাকা।
করোনা ভাইরাসের কারণে এবার মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট, তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সেই আক্ষেপ কিছুটা হলেও দূর করতে চায় বিসিবি। যে কারণে প্রস্তুতি কোন ঘাটতি রাখতে চায় না তারা, প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এরই মধ্যে ৫ দলের জন্য ৫ টি করপোরেট স্পন্সরও যোগাড় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দর্শক উন্মাদনা বৃদ্ধিতে প্রতিটা দলের নামে পাশে যুক্ত করা হয়েছে বিভাগীয় ট্যাগ, যাতে করে বিপিএলের মতো আলাদা একটা উত্তেজনা ফিরিয়ে আনা যায়। অংশ নেওয়া ৫ টি দলের নাম হলো – মিনিস্টার গ্রুপ রাজশাহী, বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রতিটি দল সর্বোচ্চ ১৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে, খরচ করতে পারবে ২ কোটি টাকা।
স্পন্সর হিসেবে করপোরেট কোম্পানি গুলো থাকলেও ক্রিকেটারদের মুল্য পরিশোধ করবে বিসিবি নিজেই, সেক্ষেত্রে স্পন্সরদের দেওয়া ২ কোটি টাকা খরচ করা হবে। প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটারদের মুল্য নির্ধারণের জন্য আলাদা ৪ টা ক্যাটাগরি ঠিক করেছে বিসিবি, যেখানে এ ক্যাটাগরিতে আছেন ৫ জন, বি ক্যাটাগরি ২০ ও সি ক্যাটাগরিতে ২৫ জন ক্রিকেটার; এছাড়া ডি ক্যাটাগরিতে থাকছে ক্রিকেটাররা।
ক্যাটাগরি চূড়ান্তের পাশাপাশি তাদের মূল্যও চূড়ান্ত করেছে বিসিবি, সর্বোচ্চ ১৫ লাখ ধরা হয়েছে এ ক্যাটাগরির মূল্য। এ ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। এছাড়াও বি ক্যাটাগরিতে ১০ লাখ, সি ক্যাটাগরিতে ৬ লাখ ও ডি ক্যাটাগরিতে (উদীয়মান) ৪ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি