চলতি মাসের তৃতীয় সপ্তাহে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল। পাঁচ বিভাগের প্রতিনিধিত্ব করবে পাঁচটি দল। ইতোমধ্যে দলগুলোর নাম চূড়ান্তও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্পন্সরের সঙ্গে মিলিয়ে পাঁচ দলের নামকরণ করা হয়েছে। দলগুলো হলো ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টে উপলক্ষ্যে প্লেয়ার্স ড্রাফট হবে আগামী বৃহস্পতিবার। সূচি এখনও প্রকাশ করেনি বিসিবি।
টুর্নামেন্টের আগে আগামী সোমবার থেকে শুরু হবে ১১৩ ক্রিকেটারের ফিটনেস টেস্ট। এই টুর্নামেন্ট দিয়ে এক বছর পর ক্রিকেটে ফেরার প্রতীক্ষায় রয়েছে সাকিব আল হাসান। - নয়াদিগন্ত অনলাইন