করোনা পজিটিভ মাহমুদুল্লাহ্ রিয়াদ, সাকিবের ফল নেগেটিভ

ক্রিকেট দুনিয়া November 8, 2020 3,272
করোনা পজিটিভ মাহমুদুল্লাহ্ রিয়াদ, সাকিবের ফল নেগেটিভ

করোনা পজিটিভ হয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, পিএসএলে যাওয়ার জন্য নমুনা দিয়ে সেখানে পজিটিভ এসেছে তার। যার ফলে রিয়াদের পিএসএলে যাওয়া হচ্ছে না, বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।


তবে করোনা নেগেটিভ এসেছে সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্র থেকে ফিরে গতকাল করোনা পরীক্ষা করান বিশ্বসেরা এই অলরাউন্ডার। যেখানে তার রিপোর্ট নেগেটিভ এসেছে, করোনা নেগেটিভ হওয়ায় আগামীকাল মিরপুরে হতে যাওয়া ফিটনেস পরীক্ষায় অংশ নিতে আর কোন বাধা থাকলো না।


মাহমুদউল্লাহ রিয়াদের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১০ নভেম্বর পিএসএলে খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল রিয়াদের। - ডেইলি স্পোর্টস বিডি