বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফট ১২ নভেম্বর!

ক্রিকেট দুনিয়া November 7, 2020 2,011
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফট ১২ নভেম্বর!

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আর সেই ফরম্যাটকে সামনে রেখে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। এছাড়া মোট চার ক্যাটাগরিতে অংশ নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারিত হবে। যেখানে ‘এ’ গ্রেডে থাকা তামিম-সাকিবদের জন্যে ১৫ লাখ টাকার পারিশ্রমিক নির্ধারিত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


ক্রিকেটারদের জন্যে রয়েছে মোট চার ক্যাটাগরি। পাঁচ দলের এই টুর্নামেন্টে মোট ১৬০ জন ক্রিকেটার নিয়ে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে প্লেয়ার ড্রাফট। এমনটা জানিয়েছেন

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।


এ বিষয়ে আজ (৭ নভেম্বর) গণমাধ্যমকে আকরাম খান বলেন, “ড্রাফট আমরা সম্ভবত ১২ তারিখে করছি এবং প্রায় ১৬০ জন ক্রিকেটারের তালিকা করেছি। ৯ ও ১০ নভেম্বর ফিটনেস টেস্ট আছে। স্পন্সরটা এখনও ৯০ ভাগের মত ঠিক হয়েছে কিন্তু কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে।”


এছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তিনি আরও বলেন, “এ, বি, সি ও ডি মোট চারটি গ্রেডে আমরা খেলোয়াড় রাখছি। পারিশ্রমিকটা এখনও পুরোপুরি নির্ধারিত হয়নি, হয়তো ১৫ লাখ থেকে কম বেশি হবে যারা ‘এ’ গ্রেডে আছে। যারা সর্বনিম্ন গ্রেডে থাকবে তারা চার-পাঁচ লাখ করে পেতে পারে। চার-পাঁচটা প্লেয়ার থাকবে ‘এ’ গ্রেডে।”


সূত্রঃ স্পোর্টসজোন২৪