গত শুক্রবার (৬ নভেম্বর) দেশে ফিরেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পরিবার রেখে সাকিবের দেশে ফিরেছেন তিনি। আর দ্রুত মাঠে ফিরতে আজ শনিবার (৭ নভেম্বর) ক’রোনা টেস্ট করিয়াছেন দেশ সেরা এই অলরাউন্ডার।
এর আগে দেশে ফেরার পথে দুবাইয়ে সাকিব করোনা পরীক্ষা করিয়েছিলেন, সেই পরীক্ষায় ভাইরাসের উপস্থিতিও মেলেনি। তবে সাকিবের করোনা পরীক্ষার আরও কয়েকটি ধাপ বাকি রয়েছে। সেই ধারাবাহিকতায় সাকিব শনিবার আবারো করিয়েছেন ক’রোনা পরীক্ষা।
এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, “সে তাঁর করোনা পরীক্ষা সম্পন্ন করেছে। আমরা দ্রুতই তাঁর ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী এবং নেগেটিভ প্রমাণিত হলে সে ফিটনেস টেস্টে অংশ নেবে।”
শনিবারের পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এলেও আবারো সাকিবকে করোনা পরীক্ষা করাতে হবে ফিটনেস পরীক্ষার আগে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী যে ক্রিকেটাররা পূর্ববর্তী ক্যাম্পে ছিলেন না, তাদের ফিটনেস পরীক্ষা নেবে বিসিবি। সেই পরীক্ষার আগে আরেক দফা করোনা পরীক্ষা করাবেন সাকিব।
সূত্রঃ স্পোর্টসজোন২৪