ব্যাঙ্গালোরের শিরোপাহীন ৮ মৌসুম, প্রশ্নবিদ্ধ কোহলির অধিনায়কত্ব

ক্রিকেট দুনিয়া November 7, 2020 1,431
ব্যাঙ্গালোরের শিরোপাহীন ৮ মৌসুম, প্রশ্নবিদ্ধ কোহলির অধিনায়কত্ব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটসম্যান বিরাট কোহলি যতটা সফল, ঠিক ততটাই যেন ব্যর্থ অধিনায়ক কোহলি। গত আট মৌসুম ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে থাকলেও কোন শিরোপা এনে দিতে পারেননি দলকে।


যে কারণে কোহলিকে বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া উচিত বলে মনে করেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জারেকার।


কোহলির নেতৃত্বে তৃতীয়বারের মতো প্লে অফ খেলেছে বেঙ্গালুরু। যেখানে মাত্র একবার ফাইনাল খেলেছে তারা। যেখানে কি-না কোহলি অধিনায়ক না থাকাকালীন প্রথম পাঁচ মৌসুমে দুইবার ফাইনালে খেলেছে দলটি। প্রতিবার ব্যয়বহুল দল সাজালেও শিরোপা জেতা হয় না দলটির। যা অব্যাহত রেখেছে আইপিএলের চলতি মৌসুমেও।


এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বেঙ্গালুরু। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইসপিএন ক্রিকইনফোকে গম্ভীর জানিয়েছেন, কোহলিকে এই ব্যর্থতার দায় নিতে হবে। - আমাদের সময়