আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান শুক্রবার ভোরে। এ খবর পুরোনো। ঢাকা পা রাখার ৯ ঘন্টা পর গুলশানে দেখা গেল সাকিবকে। যেখানে তিনি উদ্বোধন করেন একটি সুপারশপের। এমন ঘটনায় হচ্ছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠছে, এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোয়ারেন্টাইন বিষয়ক বিধি ভেঙেছে কিনা।
সুপারশপ উদ্বোধন মানেই লোকজনের ভিড়, ঠেলাঠেলি। আর যেখানে সাকিবের মতো বড় তারকা উপস্থিত, চিত্রটা অনুমেয়। বাস্তবেও তাই হয়েছে। অনেকের মুখে ছিল না মাস্ক। লোকজনের ভিড় ঢেলে ফিতা কাটতে হয়েছে সাকিবকে। প্রথম দিকে মুখে মাস্ক থাকলেও এক পযায়ে সাকিবের মাস্ক খোলা দেখা যায়।
অথচ কোয়ারেন্টাইন বিধি অনুযায়ী বিদেশ থেকে কেউ করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এলেও তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য বিশেষ ব্যবস্থা করে রেখেছে কোচ-ক্রিকেটারদের জন্য। কোচদের ক্ষেত্রে তা প্রয়োগ করা হয়েছিল। বিদেশ থেকে আগত কোচরা প্রথমে নিয়ম মেনেই কোয়ারেন্টাইনে ছিলেন। কয়েকদিন করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ অনুমতি নিয়ে তারা যোগ দেন অনুশীলনে।
সাকিবের জন্যও এই ব্যবস্থা করে রেখেছিল বিসিবি। আগামী সোমবার তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা মিরপুরে। ধরে নেয়া হচ্ছিল, ওই সময় পর্যন্ত তিনি কোয়ারেন্টাইনে থাকবেন। কিন্তু তিনি থাকলেন না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান একটি গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় বিসিবির বলার মতো কিছু নেই। তার মতে, ‘ক্রিকেটাররা যখন বায়ো-বাবলে থাকে, তখন দেখভালের দায়িত্ব আমাদের। সাকিব তো বাবলে নেই। তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমাদের মন্তব্য নেই।’
সূত্রঃ নয়াদিগন্ত অনলাইন