ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে চমক হিসেবে আছেন গ্লেন্টন স্টারম্যান। সম্প্রতি ঘরোয়া লিগে আলো ছড়ানো ২৮ বছর বয়সী পেসার।
২৪ সদস্যের এই স্কোয়াডে আছেন কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদার মতো তারকা ক্রিকেটার। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরছেন জুনিয়র ডালা।
তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের আগে ২১ ও ২৩ নভেম্বর দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে দু’দল। এরপর ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ ডু প্লেসস, বিজর্ন ফরটুইন, বিউরান হ্যান্ড্রিক্স, রিজা হ্যান্ড্রিক্স, হেইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, জানেমান মালান, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডিলে ফেসুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুথো সিপামলা, জেজে স্মাটস, গ্লেন্টন স্টারম্যান, পিট ভ্যান বিলজন, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরিয়েনে।
• একনজরে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি
২১ নভেম্বর- ওয়ানডে প্রস্তুতি ম্যাচ
২৩ নভেম্বর- দুইটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ
২৭ নভেম্বর- ১ম টি-টোয়েন্টি
২৯ নভেম্বর- ২য় টি-টোয়েন্টি
১ ডিসেম্বর- ৩য় টি-টোয়েন্টি
৪ ডিসেম্বর- ১ম ওয়ানডে ম্যাচ
৬ ডিসেম্বর- ২য় ওয়ানডে ম্যাচ
৯ ডিসেম্বর- ৩য় ওয়ানডে ম্যাচ
সূত্রঃ স্পোর্টসজোন২৪