যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত ২৮ অক্টোবর আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পর এই প্রথম দেশে ফিরেছেন তিনি। এবার কর্পোরেট লিগ টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করবেন সাকিব।
আজ শুক্রবার (৬ নভেম্বর) রাত দুইটার দিকে সাকিবকে বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সাকিব দেশে ফিরলেও তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রেই রয়েছেন। তবে সাকিবের সাথে বাংলাদেশে ফিরেছেন তার মা শিরীন আক্তার।
দীর্ঘ এক বছর পর এদিন সাকিব গণমাধ্যমের সামনে আসেন ও সাংবাদিকদের সাথে কথা বলেন। দেশে ফিরে কয়েকদিনের বিশ্রাম ও অনুশীলন শেষে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি অংশ নেবেন সাকিব, যেখানে খেলবেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। টি-টোয়েন্টি টুর্নামেন্টটি দিয়েই সাকিব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন।
সাকিবের উপর আইসিসির আরোপিত নিষেধাজ্ঞা শেষ হয় গত ২৮ অক্টোবর। সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে এখন কোনো বিপত্তি নেই ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকা এই অলরাউন্ডারের। - স্পোর্টসজোন২৪