ফিটনেস টেস্টে ফেল করলে বাদ পড়বেন সাকিব!

ক্রিকেট দুনিয়া November 2, 2020 1,818
ফিটনেস টেস্টে ফেল করলে বাদ পড়বেন সাকিব!

করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরানোর প্রথম ধাপে সফল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর এবার ৫ দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।


এই টুর্নামেন্টে খেলার আগে সকল ক্রিকেটারের ফিটনেস টেস্ট করা হবে। সেখানে যারা ফেল করবেন আরাই বাদ পড়বেন। এমনকি সাকিবকেও ফিটনেস টেস্টে পাশ করতে হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার।


আগামী ১৫ নভেম্বর শুরু হতে পারে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ক্যাম্প ও ফিটনেস ট্রেনিংয়ের প্রক্রিয়াতেই আছেন। তবে এর বাইরে যেসব ক্রিকেটার টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফট তালিকায় থাকবেন, তাদের সবাইকেই বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে।


সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকেও ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে জানা গেছে। এ ব্যাপারে হাবিবুল বাশার বলেন, 'বিপ টেস্ট সাকিবের জন্য ম্যান্ডেটরি। শুধু ওর জন্যই নয়, যারা দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন বা প্রেসিডেন্ট কাপে ছিলেন না তাদের জন্য এটা নিয়মের অংশ। অবশ্যই তাদের ফিটনেস টেস্ট দিতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য।'


আসন্ন এই টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার থাকবে না বলে জাবাব প্রধান নির্বাচক। স্থানীয় কোচরাই প্রতিটি দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন। এই টুর্নামেন্ট শেষে জানুয়ারীর শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। - ডেইলি বাংলাদেশ