লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৮১ রানের ব্যবধানে জিততে পারলে কলকাতা নাইট রাইডার্সের সামনে সুযোগ ছিল প্লে-অফের টিকিট নিশ্চিত করার। তবে শেষমেশ সেটা সম্ভব হয়নি। যদিও রাজস্থানের বিরুদ্ধে ৬০ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স।
দুবাইয়ে প্রথমে ব্যাট করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ২০ ওভারে ৯ উইকেটে ১৩১ রানে আটকে যায়।
এতো বড় জয়ের পরও নাইটদের প্লে-অফ ভাগ্য এখনো নির্ভর করছে বাকি দুই ম্যাচের পর উপর। যেখানে লিগ পর্বের শেষ ম্যাচটিতে মুম্বাইয়ের কাছে যদি হায়দরাবাদ হেরে যায় তাহলো কোন রান রেটের মার প্যাচে না পড়েই সরাসরি শেষ চারে জায়গা করে নিবে মরগানের দল। কিন্তু হায়দরাবাদ জিতলেই পড়তে হবে কঠিন সমীকরণে।
১)দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ। তাহলে মুম্বাইয়ের পয়েন্ট হবে ২০। দিল্লির হবে ১৬ পয়েন্ট। ১৪ পয়েন্ট থাকবে ব্যাঙ্গালোর এবং কলকাতার। দু’দলই উঠে যাবে।
২) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। তাহলে মুম্বাইয়ের পয়েন্ট হবে ১৮। দিল্লির হবে ১৬ পয়েন্ট। ১৪ পয়েন্ট হবে হায়দরাবাদ, ব্যাঙ্গালোর এবং কলকাতার। সেখানে নেট রানরেটের বিষয়টি বিবেচনা করা হবে।
৩) এক্ষেত্রে -০.২১৪ রান রেট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। অন্যদিকে ব্যাঙ্গালোরের -০.১৪৫ ও দিল্লির -০.১৫৯ রান রেট রয়েছে। দিল্লি-ব্যাঙ্গালোরের ম্যাচে যে দলই টসে জিতবে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিবে। এক্ষেত্রে প্রতিপক্ষকে ১৬১ রানের মধ্যে অবশ্যই আটকে দিতে হবে। এবং ব্যাঙ্গালোর যদি ১৫ রানের বেশি ব্যবধানে না হারে ও দিল্লি ১৮ রানের বেশি ব্যবধানে না হারে তবে দুদলই প্লে-অফে যাবে। অন্যথায় নাইটরা প্লে-অফ খেলবে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪