আইপিলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে রাজস্থান রয়্যালসকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ জয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বর থেকে সোজা ৪ নম্বরে চলে এসেছে নাইটরা। অন্যদিকে বিদায় নিতে হয়েছে স্মিথের দলকে।
এদিন আগে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৯১ রানের বড় পূঁজি পায় কলকাতা নাইট রাইডার্স। জবাবে ৯ উইকেটে ১৩১ রান করতে সক্ষম হয় রয়্যালসরা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কামিন্সের তোপের মুখে পড়ে রাজস্থান। বোলিংয়ে এসে প্রথম ৫ বলে ১৯ রান দেওয়া কামিন্স শেষ বলে উথাপ্পাকে ফিরিয়ে ৮ ম্যাচ পর পাওয়ারপ্লেতে উইকেটের দেখা পান। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে এবার ফেরান স্মিথ-স্টোকসকে।
রাজস্থানের টপ অর্ডারে কামিন্স ধ্বস নামিয়ে দেন রীতিমতো। নিজের কোটার তৃতীয় ওভারে এসে আবারো উইকেটের দেখা পান কামিন্স। ফেরান রিয়ান পরাগকে। এরই মধ্যে স্যামসনকে মাভি আউট করলে পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় রাজস্থান। এরপর কেবল বাটলারের ৩৫ ও তেওয়াটিয়ার ৩১ ছাড়া তেমন কেউই কোন রান করতে পারেনি।
এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সূচনাটা ভাল হয়নি নাইটদের। প্রথম ওভারেই ফিরে যান নিতিশ রানা। এরপর ভালো জুটি গড়েন ত্রিপাঠি ও গিল। দুজনের ৭২ রানের জুটি ভাঙে গিল ৩৬ রানে বিদায় নিলে।
পরবর্তীতে দ্রুতই নারাইন-ত্রিপাঠি বিদায় নিলে চাপে পড়ে কলকাতা। তবে দলের হাল ধরেন অধিনায়ক ইয়ন মরগান। শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকেন মরগান। ৩০ বলে তুলে নেন ফিফটি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরে কিছুটা ঝড়ো ব্যাটিংয়ের আশা দেখালেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ২৫ রান করেই ফেরেন তিনি। শেষ পর্যন্ত মরগানের অপরাজিত ৩৫ বলে ৬ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৬৮ রানের ভর করে ৭ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে কলকাতা।
সংক্ষিপ্ত স্কোর:
কলকাতা নাইট রাইডার্স ১৯১/৭(২০)
মরগান ৬৮(৩৫)*, ত্রিপাঠি ৩৯(৩৪)
তেওয়াটিয়া ৩/২৫, তাইগি ২/৩৬।
রাজস্থান রয়্যালস
বাটলার ৩৫(২২), তেওয়াটিয়া ৩১(২৭)
কামিন্স ৩৪/৪, মাভি ২/১৫।
সূত্রঃ স্পোর্টসজোন২৪