পাঞ্জাবকে সাথে নিয়েই বাড়ি গেল চেন্নাই

ক্রিকেট দুনিয়া November 1, 2020 1,590
পাঞ্জাবকে সাথে নিয়েই বাড়ি গেল চেন্নাই

আগেই এবারের আইপিএলে প্লে অফে খেলার স্বপ্ন ভেস্তে গেছে চেন্নাই সুপার কিংসের। রবিবার (১ নভেম্বর) তারা নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল। সমীকরণ অনুযায়ী এই ম্যাচে পাঞ্জাব জিতলে তাদের প্লে অফে খেলার আশা বেঁচে থাকতো। আর হারলেই বিদায়।


এই ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেটের ব্যবধানে হেরে আইপিএল থেকেই ছিটকে গেছে পাঞ্জাব। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে পাঞ্জাব। জবাবে ১৮.৫ ওভারেই জয় তুলে নেয় চেন্নাই।


মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াদ এবং ফাফ ডু প্লেসি যোগ করেন ৮২ রান। ডু প্লেসি ৩৪ বলে ৪৮ রান করে ক্রিস জর্ডানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। বাকি সময়টা দেখেশুনে খেলে চেন্নাইকে জিতিয়ে মাঠ ছাড়েন গায়কোয়াদ (৬২) এবং আম্বতি রাইডু (৩০)।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ের ৪৮ রান যোগ করেন পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। মায়াঙ্ক ২৬ রানে ফেরার পর রাহুল আউট হন ২৯ রান করে।


এরপর মিডল অর্ডারে শুধু আলো ছড়িয়েছেন দীপক হুদা। তার ৩০ বলে খেলা ৬২ রানের ইনিংসেই লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে পাঞ্জাব। চেন্নাইয়ের হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি। আর একটি করে উইকেট গেছে শার্দুল ঠাকুর, ইমরান তাহির এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে।


সংক্ষিপ্ত স্কোরঃ


কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৫৩/৬ (২০ ওভার) (রাহুল ২৯, মায়াঙ্ক ২৬, হুদা ৬২*; এনগিদি ৩/৩৯)


চেন্নাই সুপার কিংসঃ ১৫৪/১ (ওভার) (ঋতুরাজ ৬২*, ডু প্লেসি ৪৮, রাইডু ৩০*; জর্ডান ১/৩১)।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি