ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সুসম্পর্কের কথা কারো অজানা নয়। কয়েকবছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দুজন। বিরুষ্কা জুটির ঘরে কিছুদিন পরই আসবে নতুন সদস্য। তবে এই দুজনের পথছলার শুরুটা ছিল অন্যরকম। আনুশকার সঙ্গে প্রথম দেখায় বেশ ভয় পেয়েছিলেন কোহলি।
একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য ২০১৩ সালে কোহলি-আনুশকার প্রথম দেখা হয়েছিল। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন সময়ের সেরা ব্যাটসম্যান। তিনি জানান, শুটিংয়ের জন্য সেদিন হাই হিল জুতা পরে সেটে এসেছিলেন আনুশকা। ফলে কোহলির চেয়ে তার উচ্চতা অনেকটাই বেশি বলে মনে হচ্ছিল।
এদিকে শুটিং নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন কোহলি। তাই আলাপ করে আনুশকার সঙ্গে সম্পর্ক সহজ করার উদ্দেশ্যে মজার ছলেই তাকে বলেন, 'এর থেকে কি উঁচু হিল আর ছিল না?' আনুশকা প্রতি উত্তরে কিছুটা ভাব নিয়েই বলেন, 'এক্সকিউজ মি!' এমন উত্তরে কিছুটা অপ্রস্তুত হয়েই কোহলি বলে ফেলেন, 'দুঃখিত, আমি মজা করছিলাম।'
এ ব্যাপারে কোহলি বলেন, 'আনুশকাকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। অন্যদিলে আমি একেবারে বোকা বনে গিয়েছিলাম।'
সূত্রঃ ডেইলি বাংলাদেশ