বিকেলে মুখোমুখি গেইল-ওয়াটসন, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া November 1, 2020 1,009
বিকেলে মুখোমুখি গেইল-ওয়াটসন, দেখে নিন সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৫৪ তম ম্যাচে মুখোমুখি গেইলের কিংস ইলেভেন পাঞ্জাব ও ওয়াটসনের চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে আজকের দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।


প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে এই ম্যাচ থেকে জয় ছাড়া অন্য কোনও উপায় নেই কে এল রাহুলের দলের কাছে। শুধু জেতাই নয় উন্নতি করতে হবে নেট রান রেটেরও। কারণ মুম্বাই বাদে প্লে অফের দাবিদার এখনও ৬টি দল।


সিএসকে প্রতিযোগিতার বাইরে চলে গেলেও এই ম্যাচে ধোনির দলকে যথেষ্ট সমীহ করছে পাঞ্জাব। কারণ ব্যাটিং লাইনআপে কেএল রাহুল, ক্রিস গেইল, নিকোলাস পুরানদের ফর্ম দলকে ভরসা দিলেও, বোলিং লাইনআপে নিয়ে নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে কোচ অনিল কুম্বলের দল।



আইপিএলে এ পর্যন্ত ২২ বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। চেন্নাই জিতেছে ১৩ বার। পাঞ্জাব জিতেছে ৯ বার।


চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসিস/ শেন ওয়াটসন, রুতুরাজ গায়কওয়াদ, অম্বাতি রায়ডু, এমএস ধোনি, এন জগাদেসন, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, মিচেল স্যান্টনার, লুঙ্গি এনজিদি, দীপক চাহার এবং কর্ণ শর্মা।


কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুদা, ক্রিস জর্ডান, রবি বিশ্বনয়, মুরুগান অশ্বিন, মহম্মদ শামি ও আর্শদীপ সিং।


সূত্রঃ স্পোর্টসজোন২৪